সাইফুল ইসলাম, পলাশ প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে ২০০ লিটার চোলাইমদ ও ১০০০ হাজার লিটার জাওয়া মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গতকাল ১১ অক্টোবর বৃহস্পতিবার রাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলমের এর নেতৃত্বে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ব্লকরেইড চালিয়ে তাদেরকে মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ,উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতান পুর গ্রামের কাম লাল এর ছেলে বিশ্বজিৎ (২৭),একই গ্রামের বিগল রবিদাস এর ছেলে প্রদীপ (২৭),মরিন্দ্র চন্দ্র বর্মন এর ছেলে সুধন বর্মন,(২৮) এবং মোহন লাল রবিদাস এর ছেলে শংকর রবিদাস (৪২)।
পরে রাতেই নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম পলাশ থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সতত্যা নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন প্রান্তে চোলাইমদ বিক্রি করে আসছে। তারই অংশ হিসেবে রাতেই গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে চোলাইমদসহ তাদেরকে হাতে নাথে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সনের ২২(গ) ধারা- পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।