সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও শ্রমিক সমাবেশের মধ্যদিয়ে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব ও মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাছেল, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অসীম বাবু প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
পরে একটি বর্ণাঢ্য র্যালী আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে।