বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৬০ পিচ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, রাজ্জাক মোড় এলাকার শফির উদ্দিনের স্ত্রী ইননা বেগম (২৬) ও সাবেদ আলীর স্ত্রী শিল্পি বেগম (৪০)।
বড়াইগ্রাম থানা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রিয়ের সময় তাদের আটক করা হয়। আটক ব্যাক্তিদের বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।