অনলাইন ডেস্কঃ নরসিংদীর শেখেরচরের জঙ্গি আস্তানায় সোয়াত টিমের অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আস্তানা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম।মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা পুলিশের গুলিতে নাকি আত্মহত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।তিনি বলেন, নরসিংদীর অপরএকটি আস্তানা মাধবদীর গাঙপাড় এলাকায়ও অভিযান চালানো হবে। তাদেরকেও আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। আত্মসমর্পণ না করলে পরবর্তী অ্যাকশনে যাবো।এর আগে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদরদপ্তরের ল ফুল ইন্টারসেপশন সেলের (এলআইসি) সদস্যরা সোমবার রাত ৯টার দিকে জঙ্গি আস্তানার সন্দেহে ওই বাড়ি দুটি ঘিরে ফেলে। পরে র্যাব তাদের সঙ্গে যোগ দেয়। মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।