জয়নাল আবেদীন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে ইলেকট্রিশিয়ান আমির আলী’র বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রায় দুুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের পশ্চিম গাজীনগর ২নং ওয়ার্ডের ছানা উল্যার ছেলে আমির আলী নিজেকে পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপুরের জোনাল অফিস রায়পুরের ইলেকট্রিশিয়ান পরিচয় দিয়ে নিরীহ প্রায় ২ শতাধিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের কাছে জানা গেছে, চলতি বছরের জুন মাসে পল্লী বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে দুই হাজার টাকা করে উৎকোচ গ্রহন করে কথিত আমীর আলী। কিন্তু জুন পেরিয়ে অক্টোবর মাস ১৫ তারিখ পেরিয়ে গেলেও ভূক্তভোগীরা সংযোগ পায়নি।
উল্লেখ্য; উপজেলার উত্তর কেরোয়া নিবাসী হরে কৃষ্ণ ডাক্তার বাড়ির যথাক্রমে রতন চক্রবর্তী, বিদ্যুৎ চক্রবর্তী, বিধান চক্রবর্তী, নারায়ন চক্রবর্তী, ডাঃ মৃনাল কান্তি, দাস বাড়ির দীপঙ্কর দাস, অরবিন্দ দাস, মিলন চন্দ্র দাস, সুভাস দাস, উদয় চন্দ্র শীলের বাড়ির গোপাল চন্দ্র রায়, প্রাণ কৃষ্ণ রায়, মনোরঞ্জন রায়সহ তরণী দাসের বাড়ির কালি মন্দির গং’দের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত এই আমির।