টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দশ টাকা মূল্যের চাল
বিতরণে কারচুপির অভিযোগ উঠেছে। উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের
খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার আকরাম হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ
উঠেছে। উল্লেখ্য আকরাম হোসেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা।
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুর বাজারে খাদ্যবান্ধব
কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রয়
করা হয়। এ কর্মসূচির সুবিধাভোগীদের জন প্রতি ৩০ কেজি করে চাল দেয়ার
কথা থাকলেও ওজনে কারচুপি, এবং চাল না দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের
বিরুদ্ধে।
৮/১০ জন কার্ডধারীর সুবিধাভোগীরা বলেন, চাল পরিমাপ করে প্রত্যেকে ২/৩
কেজি করে চাল কম পান। পরে তাদের চাল দিয়ে দিতে বলেন চেয়ারম্যান। উপজেলার
আজুগিরচালা গ্রামের হাসমত আলী,(কার্ড নং ১৩২৫), রেজিয়া বেগম,
(কার্ড নং২০৫৪), নুরুল ইসলাম,(কার্ড নং১২৮১),হালিমা বেগম,(কার্ড নং
১৯৯০),ফরিদা বেগম,হাকিম উদ্দিন,সাহাজুদ্দিন ও আলাল উদ্দিনসহ একাধিক
সুবিধাভোগী অভিযোগ করে জানান, চালের ডিলার আকরাম হোসেন তাদের
কাছ থেকে ৩০ কেজি চালের টাকা নিয়েছেন। ৩০ কেজির কথা বলে চালের বস্তায়
দুই থেকে তিন কেজি কম রয়েছে। অথচ আমাদেরকে চাল দিবেনা বলে সাব
জানিয়ে দিয়েছে ডিলার আকরাম। আমাদেরকে চাল না দিয়ে উল্টা আমাদেরকে
হুমকী ধামকী দিয়ে তারিয়ে দিয়েছে ডিলার আকরাম।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন আমি ঘটনাটি শোনার পর
ঘটনাস্থলে গিয়েছিলাম,গিয়ে দেখি চাউলের বস্তা কাটা রয়েছে,কে বা কাহারা
কেটেছে তা আমার জানা নেই। ডিলার মো. আকরাম হোসেন ওজনে চাল কম
হওয়ার কথা অস্বীকার করে বলেন, চাল মাপার কাঁটায় (বাটখারা) একটু সমস্যা
হওয়ার কথা না। চাল কম হয়েছে এসব অবিযোগ মিথ্যা বানুয়াট কথা। (১৬
অক্টোবর) এক মাতাল এসে আমার কাছে টাকা দাবি করলে সেই মাতালকে দৌড়ে
নিয়ে কিছু পিটানি দিয়েছি। এসময় হতদরিদ্রদের মাঝে চাল দিতে বেগাত
ঘটেছে। পরে সেটা ঠিক করে সঠিকভাবে পরিমাপ করে চাল দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসার কবির আহম্মেদ বলেন, চাল বিতরণে
অনিয়মের কথা শুনেছি ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।