রামগঞ্জ উপজেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনী মাঠে উত্তাপ
ছড়াচ্ছেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে উপজেলা ব্যাপী তৃনমূল
নেতাকর্মীদের নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আ.লীগের সাংগঠনিক কর্মকান্ডসহ সহযোগী সংগঠনের চাঙ্গা করতে তৃনমূল
নেতা-কর্মিদের নিয়ে মাঠে উত্তাপ চড়াচ্ছেন তিনি। পিন্টু জাতীয় নির্বাচনকে
সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয় করতে উপজেলার ৯০টি ভোট কেন্দ্রের কেন্দ্র
কমিটি গঠন করা হয়েছে। আ.লীগসহ সহযোগী সংগঠনের পৃথক পৃথক কেন্দ্র
কমিটি সরকারের উন্নয়নসহ লিফলেট বিতরণ করেন।
দলীয় নেতাকর্মিরা গত ৬মাসে নির্বাচনকে সামনে রেখে পিন্টুকে নৌকার
মাঝি হিসেবে দেখতে লিফলেট,ব্যানার,পেষ্ঠুন দিয়ে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ করছেন।
অ্যাডভোকেট পিন্টু বুধবার নির্বাচনী এলাকার পাঁচরুখী,
নলচারা,পানিয়ালা,টিউরী,হিরাপুর গ্রামে গণসংযোগ বাংলার প্রতিদিনকে জানান
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। সরকারের উন্নয়ন
কর্মকান্ড গুলো লিফলেট,ফেসবুকের মাধ্যমে গত প্রায় ৬মাস যাবত নির্ঘুম কেটে
প্রচারণা চালিয়ে আসছেন। ওয়ান ইলেভেনে প্রধান মন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত
ষড়যন্ত্র মামলার প্যানেল আইনজীবি হিসেবে আদালতে লড়াই করেন। পিন্টু জানান
রামগঞ্জে আ.লীগ ব্যতিত জোটের কোন অস্তিত্ব নেই। দলের নেতাকর্মিরা নৌকার
মাঝিকে বিজয় করতে মূখরিত হয়ে রয়েছে। দলীয় মনোনয়ন পেলে তিঁনি শতভাগ
বিজয় হওয়ার আশাবাদী।