টি.আই সানি, গাজীপুর:
গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়, মির্জাপর ও পিরুজালি) আসনের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী ও গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি আবু আক্তার হোসেন খান ভুলু নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার দিনব্যাপী তিনি পূজামন্ডপগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত মন্ডপগুলো হলো ভাওয়াল মির্জাপুর বাজার কালী মন্দির, বিদ্যাদেবী সংঘ মন্দির, ভাওয়াল মির্জাপুর যুব কল্যাণ সংঘ মন্দির, রাধেশ্যাম বিগ্রহ আশ্রম মন্দির, আঙ্গুটিয়াচালা মন্দির, মনিপুর গিলাগাছিয়া, শ্যামুলী মন্দির, পাঁচপাড়া মন্দির, জুকিপাড়া মন্দির, ভাওয়ালগড় কাতলা পাড়া ও পিঙ্গাইল মন্দির পরির্দশন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট পূজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। মন্ডপ পরিদর্শনকালে দলীয় নেতা কর্মী ও সর্মথকদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা চন্নু মিয়া, গাজীপুর উন্নয়ন সংস্থার সভাপতি আশরাফুল আলম, যুবলীগ নেতা নুর মোম্মদ, নাহিদ হাসান, শফিকুল ইসলাম, রাশিদুল হাসান প্রমুখ।
গাজীপুর-৩ আসনের এ মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করেছেন। পদ্মাসেতু নির্মাণসহ দেশে এখন উন্নয়নের রোল মডেল চলছে। দরিদ্র দেশ থেকে বর্তমান সরকার দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। আ’লীগ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।