এম শিমুল খান, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধী সৌধে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও নেতৃবৃন্দ কিছুক্ষন বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধরু রুহের মাগফিরাত কামনায় দোয়া বিশেষ মেনোজাত করেন।
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মুকলেচুর রহমান শত শত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নিয়ে জাতীর জনকের সমাধী সৌধে উপস্থিত হন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: শামচুল আলম, গোপালগঞ্জ জেলা সভাপতি আহসান হাবিব হাসান, সাধারন সম্পাদক জসিম উদ্দিনসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।