মোঃ ফরহাদ হোসেন স্টাফ রির্পোটার,আশুলিয়া ঃ
অপহরণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আশুলিয়া থেকে দুই অপহরণকারী আপন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় এলাকাবাসী একজোট হয়ে ওই দুই অপহরণকারীর বাড়ি ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রেপ্তারকৃত দুই অপহরণকারী হলো মনির হোসেন (৩২) ও রাসেল মিয়া (২৭) তারা শরিয়তপুর জেলার সদর থানার কোয়ারপুর গ্রামের এস এম বারেকের ছেলে।
এলাকাবাসী জানায়, আটক দুই অপহরণকারী রাজধানীর গুলশান থেকে দুই ব্যবসায়ীকে অপহরণকরে বাড়িতে এনে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। পরে অপহরণের শিকার ওই দুই ব্যবসায়ী বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ সকালে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে এ সময় তাদেরকে কাছ থেকে একটি ল্যাপটপ,দুটি মোবাইল ফোন,একটি মোটরসাইকেল,এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক দুই অপহরণকারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ব্যাংক ডাকাতি ও অপহরণসহ প্রায় ২০ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আটক দুই অপহরণকারীর চারাবাগের নিজ বাড়িতে দুপুরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ বিষয়ে আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার বলেন, আটক দুই অপহরণকারী বিভিন্ন সময় সাধারণ মানুষ ও গার্মেন্টস শ্রমিকদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তার ভয়ভীতি প্রদর্শন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদেরকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
আটক দুই অপহরণকারীকে আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) শহিদুল ইসলাম তিনি বলেন আটক দুই অপহরণকারীদের সাথে অন্যকেউ জড়িত রয়েছে কিনা বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।