সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ অবশেষে অনুমতি মিলেছে ফুটবল টুর্নামেন্ট খেলার। তবে এখন খেলাটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট নাম ধারণ করে শাহবাজার স্বতন্ত্র ক্লাবের আয়োজনে। খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৭ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসা মাঠে। কিন্তু স্থানীয় দু’টি গ্রুপ একই স্থানে খেলা ও আওয়ামীলীগের কর্মি সভা ডাক দেওয়ায় সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন উদ্ভোধনী খেলাটি অনিদির্ষ্ট কালের জন্য বন্ধ করে দেয়। ফলে এ নিয়ে দীর্ঘ আলোচনার পর শাহ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোছাঃ সুলতানা পারভীন অত্র প্রতিষ্ঠানের সভাপতি এ ডি সি মোঃ হাফিজুর রহমান ও ইউএনও মোছাঃ মাছুমা আরেফীন এর সঙ্গে পরামর্শ করে খেলার অনুমতি প্রদান করেন। উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হবে ২১ শে অক্টোবর নাগেশ^রী ফুটবল দল একাদশ বনাম কাঠালবাড়ী ফুটবল দল একাদশের মধ্য দিয়ে।