হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মা, তার অন্তঃসত্ত্বা মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক তাহের উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার(২৩ আগস্ট) রাত ৯টার দিকে ইউনিয়নের বীরসিংহপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়ার সৌদি আরব প্রবাসী গিয়াসউদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০), তাঁর অন্তঃসত্ত্বা মেয়ে শারমিন আকতার (২৩) ও প্রতিবেশী শিমুল মিয়া (২৫)।
এ ঘটনায় নিহত জাহানারার আহত ছেলে সুজাত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, জমিজমা নিয়ে দেবর তাহের উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল জাহানারার। মঙ্গলবার রাতে দুইজনের মধ্যে কথা কটাকাটি হয়। একপর্যায়ে তাহের উদ্দিন দা নিয়ে জাহানারাকে কোপাতে থাকে। চিৎকার শুনে তার মেয়ে শারমিন, ছেলে সুজাত মিয়া ও প্রতিবেশী শিমুল মিয়া তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তাহের তাদের ওপরও হামলা চালায়।
চারজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সুজাতকে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক তাহের উদ্দিনকে আটক করা হয়েছে বলে জানান ওসি মোকতাদির হোসেন।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।