ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের একাদশ জাতীয় নির্বাচনের আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশি ও বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি দুর্গা পুজায়, বিভিন্ন এলাকায় পুজা মন্ডব পরিদর্শন করেন, এবং পুজা উৎযাপনকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গত বৃহস্পতিবার গভির রাত পর্যন্ত আওয়ামীলীগ ও বিএনপির অন্যনান্য নেতা কর্মিরাও মটর সাইকেল বহর নিয়ে, নির্বাচনী এলাকা ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করে পুজা উৎযাপনকারী হিন্দু দর্মাম্বলীদের সুভেচ্ছা বিনিময় করেন।
সেই সাথে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ ও সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এর পক্ষে পুজা মন্ডব পরিদর্শন করে শুবেচ্ছা বিনিময়ন করেছেন।এইবার ফুলবাড়ী উপজেলায় ৫৬টি পুজা মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছে।