ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) স্নাতক ও স্নাতকোত্তর ২০১৮ সালের সামার ও ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়টির সর্বমোট ৪টি ফ্যাকাল্টির অধীনে সামার ও ফল সেমিস্টারে সাড়ে ৮শ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
শনিবার সকালে সাভারের খাগানে আশুলিয়া মডেল টাউনে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই নবীনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচারয প্রফেসর ইঞ্জিনিয়ার ড. আমিনুল হকের সভাপতিত্বে নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিল ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
নবীনবরন অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের।