নিজস্ব প্রতিবেদকঃ-
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মধ্য পাড়ার এক সৎ মা ও সৎ ছোট ভাইয়ের শেষ সম্বল বাড়ির জমি লিখে নিয়েছে এক প্রতারক। তারা সমাজের লোকজনের কাছে বিচার চেয়ে কোনো বিচার না পেয়ে বিভিন্ন মহলে যাচ্ছেন। ওই প্রতারক যাদের জমি লিখে নিয়েছে তারা যাতে প্রতিবাদ না করতে পারে সেজন্য বিভিন্ন হুমকি দিয়ে আসছে বলে অসুহায় পরিবারের এক নারী চম্পা বেগম জানান। অবশেষে এবিষয়ে চম্পা বেগম বাদি হয়ে আশুলিয়া থানায় একটি জিডি করেছেন, (জিডি নং ১৩১৫ তারিখ ১৭/১০/২০১৮ইং)।
জিডি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নরসিংদী জেলার রায়পুরা থানার সওদাগরের কান্দি এলাকার মৃতঃ বাদশাহ মিয়ার ছেলে ফজলুর রহমান ১৭/০২/১৯৯২ ইং সালে ৮ শতক জমি ক্রয় করেন। যাহা ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার বর্তমানে আশুলিয়া থানাধীন জামগড়া মধ্য পাড়া নিবাসী মোঃ আক্কেল আলীর পুত্র মোঃ কামাল উদ্দিন ও ঢাকা জেলার অন্তর্গত১২৪/৪, নিউ কাকরাইল রোড নিবাসী মোঃ কাজিম উদ্দিন এর পুত্র মোঃ নাজিম উদ্দিন উক্ত তারিখে সাভার সাব রেজিষ্ট্রার অফিসে রেজিষ্ট্রীকৃত ৭২৪৫ নং সাব কবলা দলিল হয়।
জানা গেছে, উক্ত জমি নিয়ে ২৮/১০/২০০৮ সালে ১৯৬৩২/০৮ কেইসের আদেশ মোতাবেক ফজলুর রহমান তাহার নিজ নামে নামজারী করেছেন। ফজলুর রহমানের মৃত্যুর পর তার আগের বড় স্ত্রীর দুই ছেলে ও দ্বিতীয় স্ত্রী চম্পা বেগম এবং তার ছোট দুই ছেলেসহ মোট পাঁচজনকে ওয়ারিশ রেখে গেছেন, ওয়ারিশ সুত্রে উক্ত বাড়ির জমির মালিক হয়েছেন মোট ৫ জন। ফজলুর রহমান মৃত্যুর কয়েকদিন পর থেকে তার আগের স্ত্রীর বড় ছেলে জাকির হোসেন তার সৎ মা চম্পা বেগম ও তার সৎ ছোট দুই ভাই জাবেদ হোসেন ও জাহিদ এর বাড়ির জমি লিখে নিতে বিভিন্ন কৌশল ও প্রতারণা শুরু করে, একপর্যায়ে গত ১০/১০/২০১৮ ইং তারিখে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার অফিসে জাকির এর সৎ ছোট ভাইকে নিজের আপন ভাই সাজিয়ে প্রতারণামূলক ভাবে লিখে নিয়েছে বলে তার ছোট ভাই জাহিদ ও তার মা চম্পা বেগম অভিযোগ করেন। উক্ত বিষয়ে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় সমাধানের জন্য বিচার বসা হয়েছিল কিন্তু ওই বিচারে বিভিন্ন তালবাহানা করে কৌশলে আবার ৭ দিনের সময় চায় জাকির। এবিষয়ে বিবাদি জাকিরের কাছে জানতে চাইলে তিনি সৎ ছোট ভাইয়ের বড় ভাই দাবি করে বলেন, জমি আমি নিয়েছি, তার জমি আমি দিয়ে দিমু। কবে দিবেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উক্ত ব্যাপারে আশুলিয়া থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি জিডি করেছেন, চম্পা বেগম এর জিডির তদন্ত অফিসার এসআই জামিনুর। এবং জাকির এর জিডির তদন্ত অফিসার এসআই আসাদ। এ বিষয়ে এসআই আসাদ জানান, দুই পক্ষকে থানায় ডেকে সমাধানের চেষ্টা করা হয়েছে। জাকির তার সৎ ছোট ভাই জাহিদ এর জমি লিখে নিয়েছেন আবার ওই জমি ফেরত দিবে বলছেন এবং ৭ দিনের মধ্যে এর সমাধান দিবে। এ প্রতিবেদনের ধারাবাহিক পর্ব ১।