সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুর রেঞ্জ এর ডিআইজি দেবদাস ভট্রাচার্য।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করীম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু, সাংবাদিক শফি খান, এসএম ছানালাল বকসী, শ্যামল ভৌমিকসহ সকল ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় রংপুর রেঞ্জ এর ডিআইজি দেবদাস ভট্রাচার্য বলেন, শুদ্ধ সমাজ বিনির্মাণে পুলিশ-সাংবাদিক এক সাথে কাজ করতে হবে। পুলিশকে আরো জনগণের কাছাকাছি যেতে হবে। তিনি এসময় আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় পুলিশ বিভাগকে নির্দেশনা প্রদান করেন।