হেলাল শেখ,ঢাকা আশুলিয়াঃ
ঢাকা ১৯-সাভারে আওয়ামীলীগ সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশকে ধ্বংস করতে ড. কামালের নেতৃত্বে পূনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে। সভাপতি নেই আহবায়ক নেই কোন নেতা নেই নাম হয়েছে ঐক্যফ্রন্ট। জয়ী হলে তাদের মধ্য থেকে কে হবেন প্রধান মন্ত্রী ? কামাল হোসেন পদ পদবী নেবেন না।
বেগম জিয়া নেই তার ছেলে নেই তাহলে কি হবে এই ঐক্যফ্রন্টের। বিএনপি দেশে অসুস্থ ধারার রাজনীতি করার জন্য অসুস্থ মানুষের সাথে ঐক্যফ্রন্ট করেছে । ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড হলো বিএনপি। এই বিএনপির এখন খবর নাই। তারা ঈদের পর আন্দোলন করবেন বলে ঘোষনা দিয়েছে। এরই মধ্যে অন্তত ২০ ঈদ চলে গিয়েছে। কিন্তু আন্দোলনের খবর নাই। বিএনপি এখন মরা গাঙয়ের পানি। তারা একটি ভুয়া দল। বিএনপি ভুয়া ভুয়া ভুয়া।
বৃহস্পতিবার দুপুরে তিন সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস জঙ্গীবাদ ও ঐক্য ফ্রন্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচনী গণ সংযোগে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় আরও বলেন পথে পথে আমি ব্যথিত হয়েছি। বিল বোর্ড ও ব্যানার ফেষ্টুন দেখে।
বিলবোর্ড ব্যানার দেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। নেতাদের যোগ্যতা দেখে মনোনয়ন দেওয়া হবে। কাগজে ব্যানারে পাথরে নাম লিখলে হবে না। দলের নাম রিদয়ে লিখতে হবে। অন্তরে থাকতে হবে দলের প্রতি ভালোবাসা।
বিএনপির নেতৃত্বে এই ঐক্য ফ্রন্টের কোন ভিত্তি নেই। দেশের মানুষ আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে জানিয়ে মন্ত্রী আরও বলেন খালেদা জিয়াকে মাইনাস করতে বিএনপি কামাল হোসেনের সাথে ঐক্য করেছে।
বিএনপি ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জাড়িত জানিয়ে মন্ত্রী আরও বলেন আওয়ামী লীগে কোন বিভেদ নেই সবাই এক সাথে নির্বাচন উপলক্ষে কাজ করবে। আগামী নির্বাচন উপলক্ষে বিএনপি দেশে কোন অবৈধ আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী।
গণ সংযোগ ও পথ সভায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি,সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম,ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নোওফেল,সাভান বর সংসদ সদস্য ডা.এনামুর রহমান,ধামরাই সংসদ সদস্য এম এ মালেক,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল গনি,কেন্দ্রিয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আবু আহম্মেদ নাসিম পাভেল, ফারুক হাসান তুহিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,তেতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফকরুল আলম সমর প্রমুখ। গণ সংযোগে এসময় কয়েক হাজার আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।