জয়নাল আবেদীন লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ অাটক করেছে রায়পুর থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার রায়পুর পৌর শহরের মধুপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিওিতে আবু বক্কর ভুইঁয়ার পুত্র শরিফ (৪০) এবং ওহাব আলীর পুত্র মনির হোসেন (৪৫)’কে ৩৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে রায়পুর থানা পুলিশ।
রায়পুর থানার ডিউটি অফিসার উপ-পরির্দশ আবুল কাশেম জানিয়েছেন, অাটককৃত দুই মাদক ব্যবসায়ী পেটের ভিতর বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেটগুলো লুকিয়ে রাখার কারণে কৃওিম উপায়ে তাদের পেট থেকে তা- বের করা হয়েছে।