সাইফুল ইসলাম, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির উদ্যোগে চার দিনের জন্য কমিটির সাংবাদিকদের নিয়ে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের অফিস থেকে চার দিনের ভ্রমণ উদ্দেশ্যে সিলেটের পথে যাত্রা করেন। চার দিনের এই সিলেট ভ্রমণে রয়েছেন, পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি, সাধারণ সম্পাদক মো: আল-আমিন মিয়া, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ সভাপতি মোবারক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক পাঠান, দপ্তর সম্পাদক বাইজিদ আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল-আমিন মুন্সি, সদস্য নূর মোহাম্মদ প্রমূখ। উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি জানান, পলাশে এই প্রথম বারের মতো সাংবাদিকরা এক সঙ্গে মিলে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা আশা করি, চার দিনের সিলেট ভ্রমণের পর থেকে ক্লাবের সাংবাদিকরা আরো উৎসাহ নিয়ে সমাজের বিভিন্ন দিকগুলো তুলে ধরে কাজ করবে।