মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাসহ ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী পরিচালক অরুন কুমার চৌধুরী প্রমুখ।
এছাড়াও এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে এক সাথে ১০৬ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীমঙ্গল উপজেলায় ২২৩ কোটি টাকা ব্যায়ে ৭৫৯৫৭ গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।