নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (স্নাতক সম্মান, প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা শুক্রবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ‘ই’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ৩, ৯ ও ১০ নভেম্বর বাকি ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয় ও এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
ভর্তি পরীক্ষার সময়সূচি: ২ নভেম্বর ২০১৮: ‘ডি’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, ‘ই’ ইউনিট বেলা ৩টা -৪টা। ৩ নভেম্বর ২০১৮: ‘এফ’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, ‘জি’ ইউনিট বেলা ৩টা থেকে ৪টা। ৯ নভেম্বর ২০১৮: ‘সি’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, ‘এইচ’ ইউনিট বিকাল ৩টা থেকে-৪টা। ১০ নভেম্বর ২০১৮: ‘আই’ ইউনিট সকাল ১০টা থেকে সাড়ে ১১টা, ‘বি’ ইউনিট দুপুর ১টা থেকে ২টা এবং ‘এ’ ইউনিট বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা।
এ ছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে জানা যাবে।