নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাজ করার সময় নির্মাণাধীন ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে স¤্রাট মোল্লা (২৮) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের নদী থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নির্মান শ্রমিক স¤্রাট মোল্লা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামের ইসহাক মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, শুক্রবার বিকালে কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কলেজের পাশের একটি নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত নদীর মধ্যে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় শ্রমিক স¤্রাট। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় পানিতে ভেসে উঠলে অন্য শ্রমিকরা তার মৃতদেহ উদ্ধার করে। শনিবার ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।