সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে ঢাকা কেন্দ্রিয় কারাগারে নির্মম ভাবে জাতীয় চার নেতাকে গুলি করে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। তারই ধারা বাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে শনিবার সকাল সাড়ে ১১টার সময় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফুলবাড়ী বাজারের তিন কোনা মোড়ে আলোচনা সভা অনুষ্টিত হয়ে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর-রশীদ, যুবলীগ সভাপতি আশরাফুল আলম বুলবুল, সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক, সহ-সভাপতি মিজানুর রহমান মাস্টার প্রমুখ।