এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাপুর
এলাকা থেকে প্রায় দুই কেজি হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
করেছে র্যাব-৭। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের
ভিত্তিতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৭ এর
একটি অভিযানিক দল। আটককৃতরা হলেন, সোনাপুরের আবুল খায়েরের
ছেলে আবুল হাসান রুনু (৫৩) ও লক্ষ্মীনারায়ণপুর এলাকার শাহ আলমের ছেলে
মো. মিলন (৩৫)। অভিযানের নেতৃত্ব দিয়েছেন-সিনিয়র এএসপি
মিমতানুর রহমান, এএসপি কাজী মো. তারেক আজিজ এবং এএসপি মো.
নুরুজ্জামান। র্যাব-৭ ফেনী ক্যাম্পের ওয়ার্ড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার
মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা মোটর
সাইকেলে করে হেরোইন পাচারের সময় র্যাব-৭ এর আভিযানিক দল তাদের
হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের ব্যবহৃত মোটর সাইকেল নং নোয়াখালী হ:
১১-১১৩৩। আবুল হাসান রুনু নিজেকে দৈনিক জাতীয় অর্থনীতির স্পেশাল
করেসপন্ডেন্ট পরিচয় দেন। তিনি জানান, আটককৃতদের ফেনী ক্যাম্পে
জিজ্ঞাসাবাদ শেষে সুধারাম থানায় সোপর্দ করা হবে। আটককৃত
হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।