আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট করেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)। দলীয় মনোনয়র ফরম বিক্রির তৃতীয় দিন শেষে মঙ্গলবার বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাকিদকের এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেবে। আলাপ-আলোচনার মধ্য দিয়েই দু’একদিনের মধ্যে মহাজোটের আসন বন্টন চূড়ান্ত হবে।এসময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, যত দ্রুত সম্ভব মহাজোটের আসন বণ্টন শেষ হবে। চুলচেরা বিশ্লেষণে চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে, তারাই জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি থাকলে প্রতিটি আসনে মহাজোটের প্রার্থীর বিজয়ের পথ সহজ হবে।বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচন জোট বেঁধেই করেছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।এদিকে জাতীয় পার্টির কার্যালয় সুত্রে জানা গেছে, তিন দিনে এক হাজার ৯৮৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ফরম বিক্রি করা হবে। শনিবার শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।