ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার রাজস্ব খাত
থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ ও মন্দিরের পুকুরের
জন্য ১৭৪৪ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে। ১১৫ টি
প্রতিষ্ঠানকে ২৫ কেজি থেকে ১০ কেজি করে মাছের পোনা
বিতরণ করা হয়। বুধবার সকালে জেলা মৎস বিভাগের মৎস খামার
থেকে মাছের পোনা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়। বিতরণ
অনুষ্ঠানে মৎস অধিদপ্তর বরিশালের উপ পরিচালক মো: বজলুর রশিদ,
ঢাকা মৎস ভবনের উপ পরিচালক আজিজুল হক মোল্লা, ঝালকাঠি
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক, মৎস্য খামার
ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর হোসেন এবং সদর উপজেলার সিনিয়র
মৎস্য কর্মকর্তা আ.ন.ম মুসফিকুশ ছালেহীন সহ মৎস্য বিভাগের
কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।