স্পোর্টস ডেস্কঃ
স্পিন কোচ হিসেবে সুনীল যোশির বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার এক বছর কিছুদিন আগেই পূর্ণ হয়েছে। স্পিননির্ভর বাংলাদেশ দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুজনে মিলেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে নিয়েছেন ২৯ উইকেট। এর পেছনে অবদান রয়েছে যোশির। দুই টেস্টে ২০.৫৫ গড় রানে ১৮ উইকেট নেওয়া তাইজুল ইসলামের ব্যাপারে কথা বলেছেন তিনি।
তাইজুলের সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে খুশি যোশি। তিনি বলেন, ‘প্রথমেই তাইজুলকে স্বাগতম জানাচ্ছি। এক বছরের কিছু বেশি সময় আমি দলের সঙ্গে আছি। সে একটি ফরম্যাটে খেললেও অনেক পরিশ্রমী। জাতীয় ক্রিকেট লিগে অনেক ওভার বল করার পর সে দলে ফিরেছে। সে খুব ভালো খেলেছে। টানা তিন ইনিংসে পাঁচ উইকেট পেয়েছে সে। এই অর্জন তাঁর জন্য মনে রাখার মতো। এ জন্য আমিও খুশি। ক্রিকেটীয় জীবনে যা শিখেছি, সেগুলো আমি তাঁদের দেওয়ার চেষ্টা করি এবং তাইজুল সেটি বুঝেছে। এখন সে টেস্টে ধারাবাহিকতা, মানসিকতা, ভিন্নতা ইত্যাদির গুরুত্ব বুঝেছে। সে পরিশ্রমী। আমি কোনো অনুশীলন করতে বললে সে সেটি করে। খেলার প্রতি এমন নিবেদিত হওয়ার ফলে সে সফল হয়েছে।’
টেস্ট দলের নিয়মিত অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন না দলে। ইনজুরির কারণে তিনি বাইরে থাকায় দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদউল্লাহ। তবে স্পিনার তাইজুল-মিরাজরা যেন সাকিবের অভাব বুঝতেই দেননি। এই ব্যাপারে যোশি বলেন, ‘মিরাজ বা তাইজুল যেই হোক না কেন, সবচেয়ে ভালো স্পিনার সাকিব। সাকিব ছেলেদের নেতৃত্ব দেয়। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পড়বে অপু, তাইজুল, মিরাজের ওপর। ওয়ানডে ও টেস্ট সিরিজে আমরা দেখেছি তারা কীভাবে বল করেছে। আমি বিশেষভাবে তাইজুলের কথা বলব, কারণ সে শুধু টেস্টের জন্য নিজেকে মানিয়ে নিয়েছে। তাই টেস্টে তাইজুল দক্ষতা, কৌশল, ধৈর্যের পরীক্ষায় কেমন করেছে আমরা দেখেছি।’
তাইজুল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেতে পরের দিন ২০ ওভার বোলিং করেছিলেন। তবে তাইজুলের উদ্দীপনার প্রশ্নে প্রশ্রয়ের সুর যোশির কণ্ঠে। তিনি বলেন, ‘যেকোনো বোলারের জন্য ২০ ওভার একই উদ্যমে বল করা কঠিন। উইকেটের জন্য নয়, বরং তাইজুল যেভাবে নিজেকে তৈরি করেছে, সে জন্য প্রশংসা তাঁর প্রাপ্য। তাইজুল যে দায়িত্ব নিয়েছে, এটি করে যাওয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ। খারাপ একটি স্পেল যেতেই পারে। যেকোনো বোলার টেস্টে ফর্মে ফিরে আবার উইকেট নিতে পারে।’
জিম্বাবুয়ের দুই টেস্টে ৪০ উইকেটের মধ্যে ২৯টিই শুধু তাইজুল ও মিরাজের নেওয়া। তবে জাতীয় ক্রিকেট লিগে অসাধারণ পারফর্ম করে আসা তাইজুল পরপর তিন ইনিংসে কমপক্ষে পাঁচটি করে উইকেট পেয়ে নজরে এসেছেন সবার। তবে এর পেছনে কোচ যোশির চেয়ে তাইজুলের নিজের পরিশ্রমের বেশি অবদান রয়েছে, সেটা স্বীকার করেছেন যোশি নিজেও। এমন ফর্মে তাইজুল সব টেস্টেই থাকতে পারেন কি না, সেটি সময়ই বলে দেবে।