টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনাগুলো গভীর
উদ্বেগের সৃষ্টি করেছে। গত এক মাসে কমপক্ষে উপজেলার বিভিন্ন
এলাকা থেকে কৃষকদের ২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরি
ঠেকাতে শ্রীপুর থানা পুলিশকে টহল বৃদ্ধি করার পরামর্শ দেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) রেহেনা আকতার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ পরামর্শ দেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মতিউর রহমান
বলেন, মাদক নিয়ন্ত্রণে নানামুখী কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
এসব বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) জাবেদুল ইসলাম বলেন, শীতের সময় অপরাধ প্রবণতাটা কিছুটা
বেড়ে যায়। গরু চুরি রোধ করতে ইতোমধ্যে থানা পুলিশের উদ্যোগে
তিন-চারটি টহল বৃদ্ধি করা হয়েছে। বুধবার রাতে গোসিংগা
ইউনিয়নের পটকা এলাকা থেকে একটি গরু এবং লেগুনাসহ ২ গরু
চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। চলতি মাসে মোট ৩৫ টি
মামলা হয়েছে শ্রীপুর থানায়। এর মধ্যে ৩০টি মাদক এবং বাকি
পাঁচটি অন্যান্য মামলা। মাদক এবং অপরাধ প্রবণতা রোধ করতে শ্রীপুর
থানা পুলিশ সক্রিয় রয়েছে বলে তিনি দাবি করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানান,
মাদক প্রতিরোধে প্রতি মাসে কমপক্ষে ১ থেকে ২টি অভিযান
পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইতোমধ্যে বেশ
কয়েকজনকে কারাদন্ড দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও নিবার্হী কর্মকর্তা
(ইউএনও) রেহেনা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শ্রীপুর
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা পরিষদের সংরক্ষিত
আসনের ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর
প্রেসক্লাবের সভাপতি ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ
নুরুন্নবী আকন্দ, সহ-সভাপতি আলমগীর হোসেন (আলোকিত
প্রতিদিন), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু
বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার), বরমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
শামসুল হক বাদল সরকার, উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স
ইউনিটির সাধারন সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক),
সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন),
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ
(ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন), সাধারন সম্পাদক মোতাহার
হোসেন খান (বাংলাদেশের খবর ও আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক
এমদাদুল হক (ভোরের দর্পণ), বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও
কমিউনিটির প্রতিনিধিবৃন্দ।
সবশেষে বিজয় দিবস উদযাপন প্রস্তুত কমিটি ২০১৮ গঠন করা হয়।