স্পোর্টস ডেস্কঃ
বছরের শুরুতেই ত্রিদেশীয় সিরিজে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই চোট তাঁকে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ সময়ে দল থেকে ছিটকে দিয়েছিল। এরপর বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের দলে ফিরেছেন। দারুণ নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম টেস্টে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সে ম্যাচে ৬৪ রানে জিতেছে স্বাগতিকরা। এবার সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে আশাবাদী সাকিব।
বোলারদের দারুণ নৈপুণ্যে প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করে ৩২৪ রান করেছিল টাইগাররা। রান পেয়েছিলেন মুমিনুল হক, ইমরুল কায়েস, সাকিব এবং স্পিনার তাইজুল ইসলাম। তবে টেস্ট শেষ হওয়ার পর নবম উইকেটে তাইজুল এবং অভিষিক্ত নাঈম হাসানের গড়া ৬৫ রানের জুটির গুরুত্ব টের পাওয়া গেছে। অভিষেকেই নাঈমের পাঁচ উইকেটের সুবাদে প্রথম ইনিংসে ৭৮ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছিল বাংলাদেশ। মাত্র ১২৫ রান করে আউট হওয়ার পর ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে তাইজুলের ছয় উইকেট এবং সাকিব-মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিং ৬৪ রানে জয় এনে দিয়েছে টাইগারদের। এই ব্যাপারে টেস্ট দলের অধিনায়ক সাকিব আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম টেস্টের চেয়েও এই টেস্টে ভালো খেলতে হবে। তাহলেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা সম্ভব।’
আরেকটি সুখবর রয়েছে বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে ধরা দিয়েছিল দুজন খেলোয়াড়- স্পিনার ওয়ারিকান এবং পেসার গ্যাব্রিয়েল। প্রথম ইনিংসে দুজনেই পেয়েছিলেন চারটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য তাঁরা দুজনে নিয়েছেন মূল্যবান তিন উইকেট। পেসার গ্যাব্রিয়েলের ওভারে রান কম আসায় চাপে পড়ে পরবর্তী ওভারগুলোয় উইকেট বিলিয়ে এসেছেন ব্যাটসম্যানরা। তবে খেলা চলাকালীন সময়ে ইমরুল কায়েসের সঙ্গে গায়ে পড়ে বাকবিতণ্ডায় জড়ানোয় অভিযুক্ত হন তিনি। অভিযোগ প্রমাণ সাপেক্ষে গ্যাব্রিয়েলকে একটি টেস্ট ম্যাচ নিষিদ্ধ এবং তাঁর ক্যারিয়ারে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন না গ্যাব্রিয়েল। এতে ব্যাটসম্যানরা তো বটেই, স্বস্তি পেয়েছেন অলরাউন্ডার সাকিবও। টেস্ট অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘পেসার গ্যাব্রিয়েল না থাকায় বাড়তি সুবিধা পাবে দল।’
এ বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ২-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। চলমান সিরিজ বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৩০ নভেম্বর শুরু হবে মিরপুরে। ইন্ডিজদের হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর অধিনায়ক সাকিব দলকে জয় এনে দিয়ে সেই হারের প্রতিশোধ নিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।