অনলাইন রিপোর্টঃ
নতুন নম্বর সিরিজ ‘০১৪’ চালু করতে যাচ্ছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।আগামী বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’- এ নতুন নম্বর সিরিজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে অপারেটরটি।‘০১৯’ এর পর গ্রাহকদের জন্য এই নতুন নম্বর সিরিজ চালু করতে যাচ্ছে বাংলালিংক।অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন বাংলালিংকের সিইও এরিক অস এবং শীর্ষ কর্মকর্তারা।বাংলালিংকের আগে গ্রামীণফোন তাদের পুরনো ‘০১৭’ এর পর ‘০১৩’ নম্বর সিরিজ চালু করে গত ১৪ অক্টোবর। নেদারল্যান্ডসভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত। বিটিআরসির হিসেবে, গত সেপ্টেম্বর শেষে দেশে চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার। এরমধ্যে বাংলালিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ৩৬ লাখ ৯৯ হাজার। গ্রামীণফোন, রবির পর তৃতীয় অবস্থানে রয়েছে অপারেটরটি।