সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে কলেজ পড়–য়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুড়িগ্রাম
থানা পুলিশ। ওই যুবকের নাম সন্টু (১৮)। সে একাদশ শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের হিঙ্গন রায় এলাকার আতাউর
রহমানের ভাড়া বাসায় বসবাস করে আসছেন সদর উপজেলার ভোগডাঙ্গা
বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিসএসসি শিক্ষক ফজলুল হক। ফজলুল হকের পুত্র
একাদশ শ্রেণীতে ছাত্র সন্টু (১৮) সবার অজান্তে ঘরের ছাদে গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করে। সন্টুর ঝুলন্ত লাশ দেখে আত্মচিৎকার করতে থাকে
পরিবারের লোকজন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে কুড়িগ্রাম সদর
থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। ফজলুল হকের বাড়ী
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ^রী বাজারস্ধসঢ়;হ
ভাতিপাড়া গ্রামে ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্র্জা মোঃ মাহফুজার রহমান
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-ঘটনাটি রহস্যজনক। আত্মহত্যা
নাকি পরিকল্পিত হত্যা তা লাশের ময়না তদন্তের জানা যাবে।