অনলাইন ডেস্কঃ
জাতীয় ঐক্যফ্রন্টে ঐক্য নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির অভ্যন্তরীণ অনৈক্যের কারণে তাদের অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।’
এ সময় সারা দেশে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা হয়েছে জানিয়ে নির্বাচনে এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ বৃহস্পতিবার দলের সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সদস্যরা সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দলটির ধানমণ্ডি কার্যালয়ে বৈঠক করেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের ভেতরেই জগাখিচুড়ি অবস্থা, পরিস্থিতি মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। হসপস অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে, সব এলোমেলো, বোঝাই যাচ্ছে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়।’
সরকার সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ প্রার্থীদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছে বিএনপির নেতাদের—এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এ বিষয়ে তথ্যপ্রমাণ দিয়ে কথা বলতে হবে। জামায়াত ছাড়া বিএনপি যে অচল, তা দলটি আগেই প্রমাণ করেছে। এবারও তারা জামায়াতের সহিংসতার শক্তির সহযোগিতা নিচ্ছে বলেও দাবি করেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নাথিং নিউ, জামায়াত ছাড়া বিএনপি অচল। বিএনপি আর জামায়াত এক মোহনায় একাকার। তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে। একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার নাম্বার ওয়ান পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি। জামায়াতকে ব্যাক করে তারা, জামায়াত আবার তাদের ব্যাক করে।’
আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে বড় কোনো সমস্যা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মনোনয়য়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই ছোটখাটো সমস্যা, যা আছে তা সমাধান হয়ে যাবে।