অনলাইন ডেস্ক;
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত অ্যাম্বুলেন্সের ওপর লরি পড়ে এক রোগী নিহত হয়েছেন। এ সময় রোগীর তিন স্বজন আহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের রোগী আবদুর রাজ্জাক (৭০) নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সে রোগীর সঙ্গে থাকা তিন স্বজন লাকী বেগম (৩০), ইফতেখার (৩৫) ও মো. বাতেন (২৪)। তাঁদের গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথ উদ্ধার অভিযান চালান।
গজারিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকালে দড়ি বাউশিয়া এলাকায় লরি ও অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আবদুর রাজ্জাক নামের এক রোগী নিহত হন। এ সময় রোগীর সঙ্গে আসা তিনজন আহত হন।