স্পোর্টস ডেস্ক;
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ক্যারিবীয়দের মোকাবিলায় নামবে সাকিব-মুশফিকরা। এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না টাইগার দলপতি সাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘অবশ্যই জয়ের জন্য মাঠে নামব আমরা, ড্রয়ের জন্য নয়। তবে যদি পরিস্থিতি তেমন হয়, তখন হয়তো ড্রয়ের জন্যও খেলতে পারি। ২-০ ম্যাচ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশেষ কিছু হবে। সিরিজ জিততে যা প্রয়োজন সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। অবশ্য সেটাও সম্ভব না হলে লক্ষ্য সিরিজ জেতা। ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও একই কথা। আমরা রক্ষণাত্মক মানসিকতা না নিয়ে ইতিবাচকভাবে খেলতে চাই।’
প্রথম টেস্টে হেরে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয় পেলেই ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারবে । অবশ্য এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। এ ব্যাপারে তিনি বলেন, ‘হোয়াইটওয়াশের সুযোগ কাজে লাগাতে পরিশ্রম করতে হবে। ওরাও ভালো করার জন্য মরিয়া হয়ে থাকবে। তাঁদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিতে হবে আমাদের। মানসিকভাবে দৃঢ় হলে এই ম্যাচেও আমরা জিতব।’
অবশ্য অভিষিক্ত তরুণ স্পিনার নাঈম হাসানের পাঁচ উইকেট, মুমিনুলের শতক, তাইজুলের ফর্মে থাকা এবং টানা দুই টেস্ট জয়ের ফলে খেলোয়াড়রা কিছুটা ফুরফুরে মেজাজেই আছেন বলে জানালেন সাকিব, ‘ড্রেসিং রুমে গত দুইদিন ধরে সবাই ঠান্ডা মেজাজে আছে। ম্যাচ শুরুর আগে যেটুকু আত্মবিশ্বাস প্রয়োজন, সেটুকু আছে আমাদের। টেস্ট চলাকালীন এমন পরিস্থিতি ধরে রাখলে আমাদের জন্য ভালোই হবে।’
সাকিবের নেতৃত্বে এই টেস্ট সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলতে পারবে কিনা বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়।