অনলাইন ডেস্কঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে নিজের বাসাতেই আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। তিনি বলেছেন, ‘তিনি এখন বাসাতেই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন।’
আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমীন হাওলাদার এসব কথা বলেন। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও ঢাকা ৬-এর সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন।
জাপার মহাসচিব সাংবাদিকদেরকে বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়ন জমা দিয়েছি। তাঁর নির্বাচন আমরাই করছি। গত পাঁচদিন আগে আমি বলেছিলাম যে, তিনি ফিরে আসবেন। তিনি এখন বাসাতেই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন।’
রুহুল আমীন বলেন, ‘তবে আমি আশা করি, যত কথা পত্রিকার পাতায় আসুক, সত্যতা কেউ খুঁজে পাবে না। এগুলো বিভ্রান্তিকর। জনগণ আমাদের সাথে আছে। মানুষ আমাদের ওপর আস্থা রাখে। আমরা যে ৪৫ বছর ধরে রাজনীতি করছি এটাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য তাঁরা ষড়যন্ত্র করছে। তবে আমরা যেহেতু রাজনীতি করি মানুষের মাঝেই থাকব, সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখব। এই যে কথাগুলো আসছে মানুষ এগুলো সময়ের ব্যবধানে বুঝতে পারবে। সত্যতা নাই, এগুলো মিথ্যা বানোয়াট এবং কিছু কিছু লোকের না পাওয়ার বেদনা থেকে এগুলো করছেন। যারা এগুলো করছেন তাঁরাও এক সময় অনুতপ্ত হবেন।’
রুহুল আমীন হাওলাদার বলেন, ‘তিনি প্রার্থী হয়েছেন ৷এখন তিনি বাসায় আছেন। আমরা সবাই মিলে তাঁর নির্বাচন করছি। তাঁর মনোনয়নপত্র জমা হয়েছে। আমরা কাজ করছি এবং সব এলাকায় অফিস নেওয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতি চলছে। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে পাঁচ-ছয়দিন আগে আমি নিজেই বলেছিলাম স্যার দুই একদিন পরে ফিরে আসবেন। এখন এসেছেন খবর নিয়ে দেখুন।’
মনোনয়ন বাণিজ্য নিয়ে প্রার্থীদের অভিযোগ ও জাতীয় পার্টির কার্যালয়ে মামলার বিষয়ে প্রশ্ন করা হলে রুহুল আমীন বলেন, ‘অনেকে হতাশা থেকে এই অভিযোগ তুলতে পারেন। গণমাধ্যমে যে খবর এসেছে তাঁর সত্যতা খুঁজে পাওয়া যাবে না। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’