রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের আ.লীগের দলীয়
মনোনয়ন প্রার্থী ড.আনোয়ার হোসেন খাঁন মঙ্গলবার দুপুরে
পৌরশহরস্থ খাঁন প্লাজায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি
বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচণে নৌকার প্রতিকে
নির্বাচিত হলে ভাতার সবগুলো টাকা বঙ্গবন্ধুর কল্যান ট্রাষ্ট্রে জমা
দিবেন। এ আসনে আ.লীগের দলীয় ব্যানারে দীর্ঘ ৪৭ বছর পর প্রধান
মন্ত্রী জননেত্রী শেখহাসিনাকে উপহার দেওয়ার আশ্বস্থ করেন।
নির্বাচনকালেও নির্বাচনত্তোর প্রিন্টও ইলেকট্রনিক্য্র মিডিয়া
গুলোতে বস্তনিষ্টা সংবাদ প্রকাশে প্রত্যাশা করেন। উপজেলাকে শতভাগ
আধূনিকায়ন,মাদকমুক্ত সমাজ,চাঁদাবাজ,সন্ত্রাস-নৈরাজ্য
প্রতিহত,সরকারের বরাদ্দকৃত প্রকল্প গুলো দুর্নীতি,স্বজনপ্রীতি উর্দ্ধে
দুস্থ, হতদরিদ্রদের কল্যাণে কাজ করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সু-
শিক্ষা,চিকিৎসাসেবা সহ দারিদ্র নিরসনও বেকারত্বদূরী করনে ক্ষুদ্রও
মাঝারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। উপজেলার
প্রধান সমস্যা গ্যাস সরবরাহ,সড়কের বেহালদশা,শতভাগ বিদ্যুৎ নিরসণে
করবেন। আ.লীগের ঘোষিত ইস্তেহার পাশাপাশি মফস্বল সাংবাদিকদের
মতামতে ভিত্তিতে তিনি লক্ষ্মীপুর-১ রামগঞ্জের নির্বাচনি ইস্তেহার
ঘোষনা করবেন।
প্রেসক্লাবের সভাপতি এসএম বাবরের সভাপতিত্বে যুগ্নসাধারণ
সম্পাদক জাকির হোসেনের সঞ্চালণে মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের আ.লীগের দলীয় এমপি
প্রার্থী,আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল হাসপাতাল এন্ড কলেজের
চেয়ারম্যান ড.আনোয়ার হোসেন খাঁন। এ ছাড়া বক্তব্য রাখেন
প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবুছায়েদ মোহন,মিজানুর
রহমান মুকুল, খালেদ মাহমুদ ফারুক,বেলায়েত হোসেন
বাচ্চু,সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,ওমর ফারুক পাটোয়ারী সহ
প্রমূখ।