রামগঞ্জ প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন খান। সোমবার বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
আনোয়ার খান বলেন, আমাদের দুর্ভাগ্য গত ৪৭ বছরের ইতিহাসে রামগঞ্জ আসনটিতে আওয়ামী লীগ জয় লাভ করতে পারেনি। আগামী নির্বাচনে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে এই আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয় অর্জনের মধ্যদিয়ে এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। ইনশাল্লাহ আপনারা নৌকার পক্ষে থাকলে জয় সুনিশ্চিত।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা বজায় রাখতে হলে অবশ্যই নৌকাকে বিজয়ী করতে হবে। সারা দেশে সরকারের মেগা উন্নয়ন প্রজেক্ট চালু রয়েছে। সেগুলো অসম্পন্ন থেকে যাবে। অতীতে রামগঞ্জ বার বার অবহেলার শিকার হয়েছে। রাস্তা ঘাট মানুষের চলাচলের অযোগ্য হয়ে গেছে। কেউ খেয়াল করে নাই। নৌকাকে বিজয়ী করলে জন সাধারণের সকল সমস্যার সমাধান হবে।
স্বাধীনতাবিরোধীদের বয়কটের আহ্বান জানিয়ে আনোয়ার খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার জন্য যৌবনের বেশিরভাগ সময় আন্দোলন-সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন। তার নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। যারা এদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা মুক্তিকামী মানুষকে হত্যায় সহায়তা করেছিল সেই জামাতকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো বিএনপি। এখনো তাদের দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তাই দেশের স্বার্থে স্বাধীনতাবিরোধী ও তাদের পৃষ্ঠপোষক জামাত-বিএনপি ও তাদের দোসরদের বয়কট করতে হবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যে বিএনপি নিজেদের ঘরই ঠিক রাখতে পারে না তারা দেশের সেবা কিভাবে করবে। পত্রপত্রিকা, টেলিভিশনে খবর বেরিয়েছে বিএনপি মনোনয়ন বাণিজ্য করছে। এর আগে তাদের নেত্রী দুর্নীতি করার কারণে সাজা ভোগ করছেন। তাদের নেতা তারেক রহমান সাজাপ্রাপ্ত পালাতক আসামী এবং দুর্নীতির বরপুত্র। তাদের হাতে দেশ নিরাপদ নয়। যারা নির্বাচনে মনোনয়ন দিতে বাণিজ্য করে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পুরো দেশ বিক্রি করে দিবে।
রামগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার খান বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আজ এই আলোচনা সভাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে নৌকার পক্ষে বিশাল বিশাল মিছিল এসেছে। আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ বলে দিচ্ছে শেখ হাসিনার প্রতি আপনাদের ভালোবাসা।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো শাজাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,সহ সভাপতি সয়ায়েব হোসেন শখা,উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ মমিন পাটওয়ারি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার শিউলী। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল করিম মাস্টার, ভাদুড় ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, করপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মুজিব, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া, ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন মানিক, ভাটারা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, ইছাপুর ইউপি চেয়ারম্যান মো শহিদুল্লাহ, লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভীন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈকত মাহমুদ শামসু, মোস্তাফিজুর ভুইয়া সুজন, পৌর যুবলীগের আহ্বায়ক মামুনুর রশিদ আকন্দ, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন রাজু, মো:ফয়সাল পাটোয়ারী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মর্তুজা বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগ আহ্বায়ক মিলন আটয়া, যুগ্ম আহ্বায়ক অপু মাল, আশরাফ রাজু, ফজলে রাব্বি জয়,শরীফুল ইসলাম প্রমুখ