অনলাইন ডেস্ক
আগামীতে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলোর দৌলতদিয়া ঘাটে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আপনারা জানেন পদ্মা সেতু নির্মাণ নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল কিন্তু কোনো দুর্নীতি পায়নি তারা। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছি।
তিনি বলেন, আমরা ফের ক্ষমতায় এলে যদি প্রয়োজন হয় তাহলে দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবো। তবে আগে ১ম পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে হবে। তারপর দ্বিতীয় টা নির্মাণ করা হবে। এজন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
এর আগে ফরিদপুরে ভাঙ্গায় নির্বাচনী পথ সভায় উপস্থিত হয়ে ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফরিদপুরকে মানুষ ঠাট্টা করে ফকিরপুর বলত এখন আর কেউ ঠাট্টা করতে পারে না। ফরিদপুর এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আপনারা ফরিদপুরবাসীই ভালো বলতে পারবেন। আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সুযোগ দিন।
২০১৪ সালে নির্বাচন ঠেকানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছিল বিএনপি জামায়াত জোট। মানুষ পুড়িয়ে মেরেছিল কিন্তু তারা পারেনি আমরা পুনরায় ক্ষমতায় এসেছি। ২০০৮ থেকে ২০১৮ এই সময়ের মধ্যে সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে তার অংশীদার ফরিদপুরবাসী আপনারাই জানেন কিভাবে এ এলাকার উন্নয়ন করেছি।