অনলাইন ডেস্ক ঃ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচটা কোনও সমস্যা ছাড়াই শেষ হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।সিলেট ভেন্যুর অভিষেক ওয়ানডে ম্যাচটা রাঙিয়ে উঠেছিল বাংলাদেশের সিরিজ জয়ে। এর আগে এই মাঠে যে কয়টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল তাতে জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশের।তাই গতকালকের ম্যাচকে ঘিরে প্রত্যাশার কমতি ছিল না সেখানকার দর্শকদের মাঝে। টাইগাররা তাদের প্রত্যাশাটাও পূরণ করেছে ঠিকঠাক।একই মাঠে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচটি। ঢাকায় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দুপুর ২টা থেকে। কিন্তু কুয়াশার কথা ভেবে সিলেটের ম্যাচটি শুরু হয় দুপুর ১২টা থেকে।সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা ছিল সন্ধ্যা ৬টা থেকে। কিন্তু ফ্লাড লাইটের কারিগরি ত্রুটিজনিত সমস্যায় সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্টইন্ডিজ এর মধ্যকার প্রথম টি-টুয়েন্টি শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।প্রথম টি-টোয়েন্টির সূচি জানানো হলেও পরের দুই ম্যাচের সূচি জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।দিনের আলোয় খেলা আয়োজন নিয়ে বিসিবি পরিচালক ও সিলেটের শীর্ষ ক্রীড়াসংগঠক শফিউল আলম চৌধুরী জানান, ফ্লাড লাইটের একটা টাওয়ারে কারিগরি ত্রুটি আছে। সেটি ঠিক করতে হবে কিন্তু আমাদের হাতে আছে একদিন সময়। তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।