অনলাইন ডেস্ক ঃ
নড়াইল-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য নৌকায় ভোট চাইলেন তার সহধর্মিনী সুমনা হক সুমি।শুক্রবার সন্ধ্যার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জেসিজি স্কুল মাঠে এক উঠান বৈঠকে নড়াইল বাসীর প্রতি নৌকায় ভোট দিয়ে মাশরাফিকে জয়ী করার আহ্বান জানান তিনি।সুমি বলেন, মাশরাফির খেলার সময় আপনারা যেমন তার সঙ্গে থাকেন, সে ও নড়াইল বাসীর উন্নয়নে, সুখে-দু:খে আপনাদের পাশে থাকবে।বৈঠকের পাশাপাশি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকা প্রতীকে ভোট চান এই ক্রিকেট তারকার সহধর্মিনী।এসময় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য খশরুল আলম পলাশ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, মাশরাফির সহধর্মীনি সুমনা হক সুমির বড় বোন সঞ্চিতা হক রিক্তা, রিক্তার স্বামী টিপু সুলতান, মেঝোবোন সঞ্জিবা হক রিপা, নড়াইল পৌর-স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কে সাগর, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।