অনলাইন ডেস্ক ঃ
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণভাবে জয় পেয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ক্যারিবীয়দের একমাত্র সাফল্য ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো। আগামীকাল সোমবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেটে মাঠে নামবে বাংলাদেশ। তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেরা দল নিয়েই নামতে চাইবে স্বাগতিকরা।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে চাইবেন টি-টোয়েন্টি সিরিজে। আসন্ন বিশ্বকাপের আগে ফর্ম ধরে রাখার জন্য কালকের ম্যাচে জ্বলে উঠতে চাইবেন সৌম্য সরকার, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। তামিম ইকবাল, সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও যথেষ্ট ভূমিকা রাখতে হবে দলের জন্য। লিটন দাস কিংবা সৌম্য সরকারের মধ্যে যেকোনো একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের পরিবর্তে রুবেল হোসেন এবং নাজমুল ইসলাম অপুর দলে খেলার সম্ভাবনা রয়েছে। অবশ্য টি-টোয়েন্টিতে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারছেন না লিটন, যা অনেকের নজর কেড়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ফর্মে আছেন সৌম্য সরকার।
গত দুদিনে ফ্লাড লাইটে বিদ্যুৎ সরবরাহকারী টাওয়ারে সমস্যার কারণে দুবার এগিয়েছে টি-টোয়েন্টির সময়সূচি। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় সিলেটে মুখোমুখি হবে দুই দল। তবে আবহাওয়া বার্তায় বৃষ্টির সম্ভাবনা দল নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। পরবর্তী দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার এবং ২২ ডিসেম্বর শনিবার ঢাকার মিরপুরে বিকেল ৫টা থেকে অনুষ্ঠিত হবে।
সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।