অনলাইন ডেস্ক ঃ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের জন্য দশের ভাবনাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে চলছে ক্লিক- জনতার ইশতেহার ক্যাম্পেইন।অনলাইনে শুরু হওয়া এই ক্যাম্পেইনে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।দুই মিনিটের ভিডিও কন্টেন্টের মাধ্যমে জনতা জানাচ্ছেন দেশকে ঘিরে তাঁদের ভাবনা, স্বতঃস্ফুর্তভাবে প্রকাশ করছে যদি তারা জনপ্রতিনধি হয় তাহলে কি হবে তাদের ইশতেহার।১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্লিক- জনতার ইশতেহার ক্যাম্পেইনটি চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।ভোটিং এর মাধ্যমে নির্বাচিত সেরা তিনটি ইশতেহারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। নির্বাচিত সেরা ইশতেহার দাতাকে নিয়ে জাগো এফ এম করবে একটি বিশেষ টক শো।