অনলাইন ডেস্ক :
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুর কবীর কাওসার।
জানা যায়, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হতে পারে।