অনলাইন ডেস্ক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি এখন একটা দেউলিয়াপূর্ণ রাজনৈতিক দল। অস্তিত্ব সংকটে পড়েছে। দেউলিয়া বিএনপি এখন নিরুপায় হয়ে স্মরণাপন্ন হয়েছেন রাজনীতির মোনাফেক হিসেবে চিহ্নিত ড. কামাল হোসেনের কাছে।’
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী বাজারে মেহেরপুর-২ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামানের পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন হানিফ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দুই শীর্ষ নেতা- একজন বেগম খালেদা জিয়া, এতিমের টাকা আত্মসাৎ করে উনি আজকে জেলখানায়। আরেকজন মানি লন্ডারিং, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতি করে সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশে-বিদেশে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে এখন ফেরারি। তাঁরা হয়েছেন বিএনপির নেতা। দেউলিয়া বিএনপি এখন নিরুপায় হয়ে স্মরণাপন্ন হয়েছেন রাজনীতির মোনাফেক হিসেবে যিনি চিহ্নিত, সেই ড. কামাল হোসেনের কাছে।’
কামাল হোসেনের আদর্শকে প্রশ্নবিদ্ধ করে তাঁর উদ্দেশে হানিফ বলেন, ‘লন্ডনের শক্তিতে আপনি এখন মুক্তিযুদ্ধের কথা বলেন। এই বাংলাদেশের সংবিধান প্রণয়নের একজন সদস্য হিসেবে, আপনি দাবি করছেন মুক্তিযোদ্ধা হিসেবে, সেই আপনি এখন রাজাকারদের প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন ঐক্যফ্রন্টের নামে।’
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের শাসনামলে হাওয়া ভবন সৃষ্টি করে ও বিভিন্ন দুর্নীতি করে তারেক রহমান বাংলাদেশকে অন্ধকারে তলিয়ে দিয়েছিল মন্তব্য করে হানিফ বলেন, ‘আমি তো বহুবার বলেছি, বেগম খালেদা জিয়া পাপ করেছেন। মানুষ হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডের জন্য বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের জেল নয়, আমার ধারণা তাঁর জীবদ্দশায় আর সে জেলখানা থেকে বের হতে পারবে না। বাকিজীবন তাঁকে জেলখানায় থাকতে হবে।’
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে বিএনপি নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবে দলটির নেতাকর্মীদের এমন উচ্চাশা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সেনাবাহিনী কী বিএনপির এই নেতাদের শ্বশুরবাড়ির লোক? নাকি নানাবাড়ির লোক আসবে? সেনাবাহিনী এই বাংলাদেশের জনগণের সন্তান। তারা জানে কারা দেশের ভালো চায়, কারা দেশের উন্নয়ন করে, কারা দেশের শত্রু।’
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিছাব উদ্দিনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সাংসদ মকবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।