নির্বাচনের মাঠে ‘পরিবেশ না থাকলে’ও শেষ পর্যন্ত থাকতে চান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের সভায়।
বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে জেলা শহরের তাঁতীপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন নির্বাচনের কোনো পরিবেশই নেই। আমরা দেখলাম, কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের ওপর আক্রমণ হলো। আমরা দেখছি, সারা দেশে নির্বাচনের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, রাষ্ট্রের সম্পূর্ণ প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে।’
সরকার সব প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে কী জন্য—প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আজকে এই নির্বাচনে প্রমাণিত হয়ে গেল, নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো নির্বাচন কখনই সুষ্ঠু হতে পারে না।’
‘আমরা নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই’—এমনটা উল্লেখ করে বিএনপির মহাসচিব আরো বলেন, ‘এটা আমরা বলেছি বারবার। আমরা দেখাতে চাই যে, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেটা প্রমাণিত হচ্ছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিকেলে ঐক্যফ্রন্টের সভায়।’
সুত্র :এন টিভি