অনলাইন ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তিকে পরাজিত করে মহাজোট দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।’
আজ বৃহস্পতিবার নোয়াখালীর বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকার প্রার্থী তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা জনগণকে নিয়ে নির্বাচন করেই ক্ষমতায় এসেছি; বন্দুকে নল উঁচিয়ে নয়। চক্রান্তের চোরাবালি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। সাম্প্রদায়িক অপশক্তিকে আবারও পরাজিত করে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।’
এদিকে, নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত কাল শুক্রবার সারা দেশে নাশকতার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পর আওয়ামী লীগেরই সবচেয়ে বেশি পাঁচজন কর্মী নিহত হয়েছে, আর আহত হয়েছে চার শতাধিক কর্মী। নির্বাচনী প্রচার-প্রচারণায় না নেমে বিএনপি-জামায়াত নাশকতার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন আবদুর রহমান।
আবদুর রহমান বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) নির্বাচনে অংশ নিয়ে জয়-পরাজয় নির্ধারণ করার জন্য অংশগ্রহণ করেনি। তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত অশুভ জোট নির্বাচন সামনে রেখে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হবে। আগামীকাল সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে নিজেরাই একটা ভুয়া বুথ বানিয়ে নকল ভিডিও বানিয়ে গুজব পর্যন্ত সৃষ্টি করতে পারে।’
যেকোনো রকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।