অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ বিদেশি খেলোয়াড়ের অধিক উপস্থিতি। ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, কাইরন পোলার্ডরা এর আগে বিপিএল মাতালেও ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের উপস্থিতি এবার সমৃদ্ধ করেছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে।বল বিকৃতির ঘটনায় ১ বছরের নিষেধাজ্ঞায় আপাতত জাতীয় দলের বাইরে আছেন ওয়ার্নার ও স্মিথ। অজি দলে ফেরার লক্ষ্যে সেই সুযোগটা কাজে লাগাতে বেঁছে নেন বিপিএলকে। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসও সেই সুযোগ কাজে লাগিয়ে লুফে নেয় এই দুই তারকা ক্রিকেটারকে। অধিনায়কত্বের ভার তুলে দেয়া হয় তাদের কাঁধে।তবে মাত্র দুটি ম্যাচে অংশ নিয়ে ইনজুরির কারণে দেশে ফিরে যান কুমিল্লার অধিনায়ক স্মিথ। অস্ট্রেলিয়া থেকে খবর আসে শুধু বিপিএলই না অস্ত্রোপচারের জের ধরে মাঠে নামতে পারবেন না আগামী ৬ সপ্তাহ।তবে সিলেটের হয়ে সময়টা ভালোই কাটাচ্ছেন ওয়ার্নার। দুই অর্ধশত পেয়েছেন ব্যাট হাতে। গতকাল বুধবার ঘরের মাঠে ৬১ রানে বিস্ফোরক ইনিংস খেলে হারিয়েছেন রংপুর রাইডার্সকে। তবে সিলেট সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভেরিফাইড পেইজ ‘ক্রিকেট ডট কম ডট এউ’।এতে বলা হয়, আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়া ফিরে যাবেন ডান হাতি এই ব্যাটসম্যান। তাদের মতে স্মিথের মতো কনুই ইনজুরি ভোগাচ্ছে ওয়ার্নারকে। তবে খেলবেন আগামী ১৯ ও ২১ জানুয়ারির দুটি ম্যাচ। এবিষয়ে আরটিভি অনলাইন থেকে সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এখনও তেমন কিছু জানা যায়নি। খুব গুরুতর কিছু না। যদি ফিজিও মনে করেন সে ফিট না তবে ফিরে যেতে পারেন ওয়ার্নার।’ ৫ ম্যাচে দুই জয় পাওয়া সিলেটের জন্য ওয়ার্নারের ফিরে যাওয়াটা একটি বড় অশনি সংকেত হয়ে আসবে তা বলাই যায়।