টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে মাদ্ররাসার এক ছাত্র (৯) কে বলাৎকার করতে ব্যর্থ হয়ে
পিটিয়ে আহত করেছে। ১১ মার্চ সোমবার বিকেলে উপজেলার সাইটালিয়া
গ্রামের সুটি পাড়া এলাকায় এঘটনা ঘটে।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রের
নানী নিলুফা বেগম।
অভিযুক্ত যুবক একই এলাকার দুলাল মিয়ার ছেলে রাজীব মিয়া (২১)। অভিযুক্ত ওই
যুবককে রাতেই অভিযান চালিয়ে শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা তার নানীর
বাড়ি থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
নিলুফা বেগম জানান, আমার নাতিকে ময়না পাখির লোভ দেখিয়ে জঙ্গলের ভেতর
নিয়ে যায়। পরে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করে এতে বাঁধা দেওয়ায়
গাছের লাঠি দিয়ে সারা গায়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তার ডাক
চিৎকার শুনে পথচারীরা উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এসময় অভিযুক্ত রাজীব দৌড়ে
পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীরা জানান, এলাকার মাদক সেবীদের সাথে চলাফেরা করে
রাজিব। এবং নিয়মিত মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত। এই ঘটনার কঠিন
বিচার দাবি করছি আমরা সবাই।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ্ধসঢ়; জানান, এর
আগেও একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাজিব। দীর্ঘদিন যাবৎ তাকে
পুলিশ খুঁজছে। ঘটনার পর পরই থাকে গোপন সংবাদের ভিত্তিতে তার নানীর
বাড়ি কড়ইতলা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।