অনলাইন ডেস্কঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সৌদি নাগরিকসহ খোকন আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাতে সৌদি আরবের তায়েফ শহরের ফয়সালিয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বড় ভাই আতাউর রাহমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।নিহত খোকন আহমেদের বাড়ি মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার জগন্নাথপুর।জানা গেছে, কাজ থেকে ফেরার পথে রাস্তার পাশে পিছন থেকে গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই খোকন আহমেদ নামের ওই বাংলাদেশি নিহত হয়। নিহত খোকন আহমেদের দুই ভাই সৌদি আরব তায়েফে কর্মরত আছেন।এদিকে জেদ্দা কনস্যুলেট জেনারেল এফ এম বোরহান উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নিহত খোকন আহমেদের আত্মীয়রা তাকে যদি দেশে নিতে চায় কনস্যুলেট লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।