জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘন করার দায়ে আওয়ামীলীগের (নৌকা মার্কা) প্রার্থী আলহাজ্ব আখতারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ইসাহাক আলী (আনারস মার্কা) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইত্তেশাম উল হক মীম (তালা মার্কা) কে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্বাচনি আচরণ বিধিমালার ৩২ ধারা মোতাবেক ডিজিটাল ব্যানার, ফেন্টুন ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল কাইয়ুম খান তাদের এ জরিমানা করেন।